• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

আ.লীগ নেতা হত্যা, যুবলীগের ৪ নেতা বহিষ্কার

প্রকাশ:  ০১ অক্টোবর ২০২২, ১৬:১৫ | আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১৬:৩০
বগুড়া প্রতিনিধি

বগুড়ার শেরপুরে আওয়ামী লীগ নেতা শেখ মর্তুজা কাওসার অভি (৩৮) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় এবং সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগ এনে শেরপুরের চার যুবলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে জেলা যুবলীগ।

এ বিষয়ে বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু জানান, সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকায় তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

তারা হলেন— শেরপুরের মির্জাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শেরপুর শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাপ্পি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. এনামুল মুসলিমিন সোহাগ, শহর যুবলীগ সদস্য আব্দুল আল মাহমুদ হিমেল।

এদিকে শেরপুর থানার ওসি আতাউর রহমান খোন্দকার জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় মামলার এজাহারনামীয় অভিযুক্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে এবং বাকি চারজনের বিরুদ্ধে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তা ছাড়া মামলার অন্য অভিযুক্তদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

যুবলীগ,আওয়ামী লীগ,বগুড়া

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close