• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

‘মেয়েরা ফিরে এলো ঠিকই, কিন্তু লাশ হয়ে’

প্রকাশ:  ০১ অক্টোবর ২০২২, ২১:৩১
পঞ্চগড় প্রতিনিধি

দীপক চন্দ্র রায় ও ছন্দা রানীর সংসারে দুই মেয়ে। তাদের নাম- ভূমিকা (১৫) ও বৃষ্টি (৮)। গত রোববার পঞ্চগড়ের বোদা উপজেলার আউলিয়া ঘাট পাড়ি দেওয়ার সময় করতোয়া নদীতে নৌকাডুবে নিখোঁজ হয় তারা। পরের দিন সোমবার করতোয়ার ভাটিতে পাওয়া যায় বৃষ্টির লাশ। ভূমিকার লাশ মেলে মঙ্গলবার।

ভূমিকা পড়ত পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে। বৃষ্টি স্থানীয় সানন্দা কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

জানা গেছে, দুই মেয়ে নিয়ে মা ছন্দা রানী নদী পার হয়ে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন মহালয়ার অনুষ্ঠানে। নৌকাডুবির পর মা তীরে আসতে পারলেও, মেয়েরা পারেনি।

শোকাহত দীপক চন্দ্র রায় বলেন, ভূমিকা যাওয়ার আগে বলেছিল, ‘বাবা আমরা মায়ের সঙ্গে মহালয়ার অনুষ্ঠানে যাচ্ছি। তাড়াতাড়ি ফিরে আসব।’ আমি বললাম, সাবধানে যাবি, তাড়াতাড়ি ফিরে আসবি। এটাই ছিল মেয়ের সঙ্গে আমার শেষ কথা। মেয়ে ফিরে এলো ঠিকই, কিন্তু লাশ হয়ে।’

পঞ্চগড়,নৌকা ডুবি,নিহত

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close