• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

কামরাঙ্গীরচরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রকাশ:  ০২ অক্টোবর ২০২২, ১৬:২১
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে যশোরের ঝিকরগাছার দীর্ঘদিনের পলাতক ও শীর্ষ সন্ত্রাসী নুরুজ্জামান ওরফে বাবুকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩-এর একটি দল। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

রোববার (২ অক্টোবর) সকালে র‍্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। বাবু ঝিকরগাছা থানার কৃষ্ণনগর গ্রামের মো. শহীদুল নজর আলীর ছেলে।

আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, বাবু ঝিকরগাছা এলাকায় এক আতঙ্কের নাম ছিলেন। ২০১৭ সালের ১৬ ডিসেম্বর ছাত্রলীগের নেতা মিলন হোসেনকে বাবু ও তাঁর সহযোগীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করেন। এই মামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তারের পর জামিনে মুক্ত হয়ে তিনি পলাতক জীবন যাপন শুরু করেন। তাঁর বিরুদ্ধে তিনটি অস্ত্র মামলা, হত্যা, মারামারি ও মাদক মামলাসহ মোট ১৩টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

আরিফ মহিউদ্দিন আহমেদ আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবু তাঁর কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রাজধানী,র‍্যাব,গ্রেপ্তার,অস্ত্র,সন্ত্রাসী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close