• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মালয়েশিয়াগামী ট্রলারডুবি ঘটনায় মামলা, গ্রেপ্তার ৬

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০২২, ১৫:২৮
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপকূলে ট্রলারডুবির ঘটনায় ২৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটকও করা হয়েছে।

বুধবার (৫ অক্টোবর) দুপুরে আসামিদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন- উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ শরীফ, মহেশখালী উপজেলার কুতুবজুম গ্রামের বাসিন্দা মোহাম্মদ সেলিম, একই এলাকার কোরবান আলী, ঈদগাঁর হাজিপাড়ার মো. আবদুল্লাহ ও টেকনাফের কাটাবনিয়া এলাকার শহীদ উল্লাহ।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক হোসেন মোবারক বাদী হয়ে মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে টেকনাফ থানায় মামলা রুজু করেন। মামলায় ২৪ জনকে এজাহারভুক্তসহ ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, ট্রলারডুবির ঘটনায় ২৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ইতিমধ্যে জড়িত থাকার অভিযোগে রোহিঙ্গাসহ ৬ জনকে আটক করা হয়েছে।

ট্রলারডুবি,মামলা,গ্রেপ্তার,টেকনাফ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close