• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ভোলায় বাহাদুর বাহিনীর প্রধানসহ ৩ জলদস্যু আটক

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০২২, ১৫:৪৮
ভোলা প্রতিনিধি

ভোলার মেঘনা নদীর বঙ্গের চর এলাকায় থেকে জলদস্যু বাহাদুর বাহিনীর প্রধান বাহাদুরসহ ৩ দস্যুকে আটক করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি বেইস ভোলার সাব লেফটেন্যান্ট এম ফজললু হকের নেতৃত্বে একটি অভিযানে দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শাফিউল কিঞ্জল জানান, বুধবার (৫ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মেঘনা নদীর বঙ্গের চর এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করা হয়।

এ সময় তাদের সঙ্গে থাকা বেশ কিছু অস্ত্র তৈরির সরঞ্জাম, একটি প্রজেক্টর, ছয়টি মেমোরি কার্ড জব্দ করা হয়।

অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে তারা বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র জোয়ারের পানিতে ফেলে দেয়।

আটককৃতরা হলেন- বাহাদুর বাহিনীর প্রধান আলী আজগর বাহাদুর, তার সহকারী ইকবাল হোসেন ও শেখ ফরিদ। তারা সকলেই ভোলা সদর উপজেলার বাসিন্দা।

পড়ে আটককৃত দস্যুদের সহ দেশীয় অস্ত্র ও অন্যান্য আলামত ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভোলা,বাহাদুর বাহিনী,জলদস্যু

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close