• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই: হানিফ

প্রকাশ:  ০৬ অক্টোবর ২০২২, ১৪:১৯ | আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১৪:২৩
কুষ্টিয়া প্রতিনিধি

দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।

বৃহস্পতিবার (০৬ অক্টোবর) সকাল ১১টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে বজ্রকণ্ঠের আয়োজনে ‘বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মাহাবুব-উল আলম হানিফ বলেন, দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই, এরপরও সরকারের বিরুদ্ধে বলার মতো কিছু না পেয়ে বিদ্যুতের একটি দুর্ঘটনাকে কেন্দ্র বিএনপি মিথ্যাচার করছে। বিএনপি ক্ষমতায় থাকতে এক মেগাওয়াট বিদ্যুৎও দিতে পারেনি। এ ব্যর্থতা, অযোগ্যতা ঢাকতে ও সরকারের উন্নয়ন অগ্রগতি দেখে ঈর্ষান্বিত হয়ে নির্লজ্জ মিথ্যাচার করছে।

তিনি বলেন, বিএনপি একটি উগ্র সাম্প্রদায়িক দল, জামায়াত তাদের পরিপূরক। তারা একই মুদ্রার এপিঠ ওপিঠ। একই মায়ের দুই সন্তান। সেই দলের নেতাদের মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অভিযোগ মানায় না। বিশেষ একটি সম্প্রদায়ের আনুকূল্য পেতে তারা এসব করছে।

এসময় কুষ্টিয়ার দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সরোয়ার জাহান বাদশাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় স্কুল-কলেজের কয়েকশ’ ছাত্রছাত্রী অংশ নেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

কুষ্টিয়া,বিদ্যুৎ,মাহাবুব-উল আলম হানিফ,আওয়ামী লীগ,বিএনপি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close