• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গলায় পান-সুপারি আটকে স্কুলছাত্রীর মৃত্যু

প্রকাশ:  ০৭ অক্টোবর ২০২২, ১১:৩৫
সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পান ও সুপারি চিবিয়ে খাওয়ার সময় গলায় আটকে ফারিয়া পারভীন (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দেওয়া গ্রামে এ ঘটনা ঘটে।পারভীন ওই গ্রামের ইলেকট্রিক মিস্ত্রী শেখ রবিউল ইসলামের মেয়ে এবং স্থানীয় দেওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, বাড়িতে কেউ না থাকার সুযোগে ফারিয়া পারভীন পান ও সুপারি খাওয়ার চেষ্টা করে। এসময় পান সুপারি শ্বাসনালীতে আটকে যাওয়ায় তার মৃত্যু হয়। বিকাল সাড়ে ৫টার দিকে শিশুটির মা বাড়িতে এসে মৃত অবস্থায় মেয়েকে দেখতে পান। এদিকে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাত ৭টার দিকে কালিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, পান-সুপারি চিবিয়ে খাওয়ার সময় শ্বাসনালীতে আটকে ফারিয়া নামের একটি শিশুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

সাতক্ষীরা,মৃত্যু,স্কুলছাত্রী,আটক,পান-সুপারি,গলা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close