• রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||

ভালুকায় অগ্নিদগ্ধ বাবার মৃত্যু, ছেলেও আশঙ্কাজনক

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০২২, ১৭:১৮
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় অগ্নিদগ্ধ আব্দুল মালেক পাঠান (৬৫) চিকিৎসাধীন অবস্থায় মুত্যুবরণ করেছেন। রোববার (৯ অক্টোবর) ভোরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে তিনি মারা যান। অগ্নিদগ্ধ ছেলে কাজল মিয়াও এখনো শঙ্কামুক্ত নয় বলে জানান তাদের স্বজনরা।

জানা যায়, শনিবার সকালে পৌরসভার কোর্টভবন এলাকায় অবস্থিত জব্বার প্লাজার আন্ডারগ্রাউন্ডের একটি রুমে ভাড়াটিয়া উপজেলার ভান্ডাব গ্রামের আব্দুল মালেক পাঠান অগ্নিদগ্ধ হন। এসময় বাবাকে উদ্ধার করতে কাজল মিয়া গেলে তিনিও অগ্নিদগ্ধ হন। তাদের উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে পাঠানো হয়।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশনের অফিসার মামুন জানান, গ্যাস সিলিন্ডার নজেলের মুখে লিকেজ হয়ে গ্যাস ছড়িয়ে থাকা রুমে সিগেরেট ধরাতে গেলে মুহুর্তেই পুরো রুমে আগুন ছড়িয়ে পড়ে। এতে বাবা ও ছেলে অগ্নিদগ্ধ হয়।

পূর্বপশ্চিমবিডি/এসএম

আশঙ্কাজনক,ভালুকা,ছেলে,মৃত্যু,অগ্নিদগ্ধ,বাবা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close