• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

গায়ে আগুন দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০২২, ২৩:০৬
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গায়ে আগুন দিয়ে এক যুবক ‘আত্মহত্যা করেছেন’। তাছাড়া ছেলেকে বাঁচাতে গিয়ে মা দগ্ধ হয়েছেন।

রোববার (৯ অক্টোবর) বিকেলে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শান্ত (২৫) নামে এই তরুণ মারা যান। শান্ত সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের বাসিন্দা ছিলেন।

ইউনিয়ন পরিষদ সদস্য সেলিম রেজা বলেন, ‘শান্ত নিজেই নিজের শরীরে অকটেন ঢেলে আত্নহত্যা করেছেন বলে আমাকে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। শান্ত মাদকাসক্ত ছিলেন। এ বিষয়ে অনেকবার বিচার-শালিসও হয়েছে এলাকায়।’

তবে স্বজনরা বলছেন, শান্ত শনিবার বিকেলে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে নিজ বাড়িতে নিজের গায়ে অকটেন ঢেলে আগুন জ্বালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় তার মা সুফিয়া বেগম তাকে বাঁচাতে গিয়ে জড়িয়ে ধরলে তিনিও দগ্ধ হন। মা ও ছেলেকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শান্তর মৃত্যু হয়। তার মা আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ মৃত্যুর খবর পেলেও থানায় কেউ অভিযোগ দেয়নি বলে জানিয়েছেন সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ।

আত্মহত্যা,আগুন,সোনারগাঁ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close