• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

আ. লীগের সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ি, আহত ১০

প্রকাশ:  ১০ অক্টোবর ২০২২, ১৭:৩৬
লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ি, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় আওয়ামী লীগ নেতা জাফর উল্যা রাছেলসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছে।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে আ স ম আবদুর রব সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

ঘটনার সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলীসহ আওয়ামী লীগের সিনিয়র নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন।

দলীয় একাধিক সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। পরে পদপত্যাশী নেতাদের সমর্থকরা স্লোগান দিয়ে সমর্থকরা দলবদ্ধভাবে অনুষ্ঠানস্থলে ঢুকে। দুপুর ১টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী তাওহীদুল ইসলাম সুমনের সমর্থকরা উপজেলা পরিষদের সামনে থেকে দলবদ্ধ হয়ে কলেজ মাঠে প্রবেশ করে। তাদের গায়ে সুমনের ছবি দিয়ে চাপানো টি-শার্ট ও মাথায় ক্যাপ ছিল। তারা সামিয়ানার নিচে ঢুকেই বসা নিয়ে চেয়ার-ছোড়াছুড়ি ও ভাঙচুর শুরু করে। লাঠিসোটা হাতে তারা একে অপরকে ধাওয়া-পাল্টা ধাওয়া দেয়। এসময় তাদের ইটপাটকেল নিক্ষেপে অন্তত ১০ জন আহত হয়েছেন।

এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু বলেন, যারা চেয়ার-ছোড়াছুড়ি করে তারা আওয়ামী লীগের শক্র। তাদের আমরা চিহ্নিত করেছি। সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বপশ্চিমবিড/এসএম

লক্ষ্মীপুর,আওয়ামী লীগ,আহত,সম্মেলন,ছোড়াছুড়ি,চেয়ার

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close