• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

না. গঞ্জ পাসপোর্ট অফিসে ডিবির অভিযান, গ্রেপ্তার ১৬

প্রকাশ:  ১৯ অক্টোবর ২০২২, ১৬:২৭
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৬ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় জব্দ করা হয় বিপুল পরিমান পাসপোর্ট, নকল সীল, নগদ টাকা ও দলিলসহ বিভিন্ন সরঞ্জাম।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে জালকুড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু জানান, দীর্ঘদিন যাবত আঞ্চলিক পাসপোর্ট অফিস সামনে দালাল চক্রটি পাসপোর্ট করে দেয়ার কথা বলে সরকারি রাজস্ব থেকেও কয়েক গুণ টাকা বেশি নিয়ে নিরীহ পাসপোর্টধারীদের হয়রানি করে আসছে। তারা ব্যাংক, পুলিশসহ বিভিন্ন দপ্তরের স্বাক্ষর এবং সীল নকল করে স্ট্যাম্পের মাধ্যমে পাসপোর্ট তৈরি কার্যক্রম পরিচালনা করে।

গোপন সংবাদেরভিত্তিতে তাদেরকে গ্রেপ্তারের সময় জব্দ করা হয় বিপুল পরিমান পাসপোর্ট, নকল সীল, নগদ টাকা ও দলিলসহ বিভিন্ন সরঞ্জাম।

এদিকে, রূপগঞ্জ থেকে অটোরিক্সা ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া চারটি ব্যাটারিচালিত অটোরিক্সা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নারায়ণগঞ্জ,গ্রেপ্তার,অভিযান,ডিবি,পাসপোর্ট অফিস

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close