• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ডেঙ্গু আক্রান্ত হয়ে খুলনায় শিশুর মৃত্যু

প্রকাশ:  ১৯ অক্টোবর ২০২২, ১৭:৩৭
খুলনা প্রতিনিধি
ফাইয়াজ তাজোয়ার মাহি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির ফাইয়াজ তাজোয়ার মাহি (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে ঢাকা শিশু হাসপাতালে তার মৃত্যু হয়। শিশু মাহি উপজেলার কপিলমুনির তুহিন পারভেজের একমাত্র পুত্র। একমাত্র পুত্রকে হারিয়ে তার পিতা-মাতা পাগলপ্রায় হয়ে পড়েছেন।

পারিবারিক সূত্রে জানাজায়, কয়েকদিন আগে মাহি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে বুধবার সকালে তার মরদেহ গ্রামের বাড়ি উপজেলার মালতে পৌঁছালে স্বজনসহ স্থানীয়রা কান্নায় ভেঙ্গে পড়েন। সর্বশেষ বুধবার সকালে মালত কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে শত শত মুসল্লিদের উপস্থিতে শিশু মাহির জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ডেঙ্গু,আক্রান্ত,খুলনা,শিশু,মৃত্যু

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close