• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সুনামগঞ্জে র‍্যাবের জালে দুই মাদক ব্যবসায়ী

প্রকাশ:  ২২ অক্টোবর ২০২২, ২৩:০২ | আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ২১:৪৫
সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে ৯৬ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার( ২২ অক্টোবর) দুপুরে জেলার সদর উপজেলার আব্দুজ জহুর সেতুর পশ্চিম পাশে টোল প্লাজার সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।

আটককৃত দুই মাদক ব্যাবসায়ী- টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার জগতপুর গ্রামের মহির উদ্দিনের পুত্র শাহাদত হোসেন (৪০) ও দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার শেরনগর গ্রামের মনোয়ার হোসেনের পুত্র মো: আজিজুল হক রুবেল (৩৫)।

র‍্যাব সূত্রে জানা যায়, র‍্যাব ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ এর আভিযানিক টিম শনিবার রাত গোপন সংবাদের ভিত্তিতে লেঃ কমান্ডার সিঞ্চন আহমেদ এর নেতৃত্বে জেলার সদর উপজেলায় এক অভিযান পরিচালনা করে। অভিযানে দুই মাদক ব্যাবসায়ী সহ ৯৬বোতল ১০০এমএল ফেন্সিডিল, পিক আপ, ২টি মোবাইল ফোন, সিম ৪টি, ক্যাশ ৮ হাজার ৫শ’ ৫৫ টাকাসহ আলামত জব্দ করে।

র‍্যাব ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩ এর কমান্ডার লে. সিঞ্চন আহমদ জানান, গ্রেপ্তারকৃত আসামিদেরকে মাদকসহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/শংকর দত্ত/এসএম

সুনামগঞ্জ,ব্যবসায়ী,মাদক,র‍্যাব

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close