• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সিলেট বিমানবন্দরে স্বর্ণসহ যাত্রী আটক

প্রকাশ:  ২৭ অক্টোবর ২০২২, ১৯:১৭
সিলেট প্রতিনিধি
সারোয়ার হোসেন ।

সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের পেস্ট করা জ্যাকেট-আন্ডারওয়্যারসহ যাত্রীকে আটক করা হয়েছে। সারোয়ার হোসেন নামে ওই যাত্রীর কাছ থেকে দুটি স্বর্ণের বার ও ১০০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আবুদাবি থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইট (বিজি-২২৮) যোগে ওই যাত্রী ওসমানী বিমানবন্দরে এসে নামেন। পরে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে আটক করা হয়।

সারোয়ার হোসেন ব্রাক্ষণবাড়িয়া জেলার বাসিন্দা বলে জানা গেছে।

বিমানবন্দর কাস্টমসের উপ-কমিশনার (ডিসি) মো. আল আমিন জানান, ওই যাত্রী গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে চ্যালেঞ্জ করা হয়। তবে তিনি তার কাছে স্বর্ণ নেই বলে জানান। পরে তল্লাশি চালিয়ে স্বর্ণ পেস্ট করা গেঞ্জি টাইপ জ্যাকেটে, আন্ডারওয়্যার, দুটি স্বর্ণের বার ও ১০০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।

তিনি বলেন, জব্দকৃত স্বর্ণখচিত গেঞ্জি টাইপ জ্যাকেট ও আন্ডারওয়্যারে কী পরিমাণ স্বর্ণ রয়েছে, তা খতিয়ে দেখতে স্বর্ণকার ডাকা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সিলেট,বিমানবন্দর,স্বর্ণ,যাত্রী,আটক

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close