• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

মৌলভীবাজারে আগ্নেয়াস্ত্রসহ ৪ ভারতীয় আটক

প্রকাশ:  ০৩ নভেম্বর ২০২২, ২৩:৪৬
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ ৪ ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকাল সোয়া ৩টায় উপজেলার সীমান্তবর্তী ৯নং ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা বাগান এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ভারতের ত্রিপুরা রাজ্যের রইসাবাড়ি গ্রামের কৃষ্ণদা রিয়াং এর ছেলে সতিন্দ্র রিয়াং (২১), ফটিকরায় থানার ডিসন কলোনী এলাকার পুষ্পরাম রিয়াং এর ছেলে নিরঞ্জ রিয়াং(২৮), বীরেন্ড রিয়াং এর ছেলে সনেট রিয়াং(২১) ও রাজেন্দ্র রিয়াং এর ছেলে সুমিরন রিয়াং (৩১)।

৬ ভারতীয় নাগরিক অনুপ্রবেশকারীর মধ্যে চারজনকে আটক করা হলেও জয়ন্ত রিয়াং (৩৪) ও তৈশা রিয়াং (৪০) নামে দুইজন পালিয়ে যায়।

জানা যায়, দুপুরে ভারতীয় সীমান্ত ঘেষা বাঘাছড়া চা বাগান এলাকায় আগ্নেয়াস্ত্র হাতে কয়েকজন যুবককে ঘুরতে দেখে স্থানীয় নাগরিকরা ইসলামপুর ইউপি চেয়ারম্যান সুলেমান হোসেনকে জানান। ইউপি চেয়ারম্যান সুলেমান হোসেন ঘটনাটি জানতে পেরে স্থানীয় নাগরিকদের নিয়ে বিকাল ৩টায় কমলগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অস্ত্রধারী ভারতীয় নাগরিকদের আটক করে স্থানীয় কুরমা বিজিবি ক্যাম্পে হস্তান্তর করেন।

কুরমা বিজিবি ক্যাম্পের সুবেদার নজরুল ইসলামের সাথে আলাপ করলে তিনি উর্ধ্বতন র্কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো তথ্য দিতে অপরগতা প্রকাশ করেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

আটক,মৌলভীবাজার,আগ্নেয়াস্ত্র,ভারতীয়

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close