• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ফরিদপুর-২ উপনির্বাচন: আ. লীগ প্রার্থী লাবু বিজয়ী

প্রকাশ:  ০৫ নভেম্বর ২০২২, ১৯:৪৯ | আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ২০:৩০
ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহাদাব আকবর চৌধুরী লাবু। তিনি পেয়েছেন ৬৮ হাজার ৮১২ ভোট। শাহাদাব আকবর চৌধুরী লাবু সদ্য প্রয়াত সাজেদা চৌধুরীর ছোট ছেলে।

শনিবার (৫ নভেম্বর) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাবিবুর রহমান।

লাবু চৌধুরীর একমাত্র নিটকতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া বটগাছ প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৮৭৬ ভোট।

এর আগে সকাল ৮টা থেকে মোট ১২৩ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। মোট ৩ লাখ ১৮ হাজার ৪৭২ ভাটারের মধ্যে মোট ৮৩ হাজার ৬৯০ ভোটার ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রসঙ্গত, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গত ১১ সেপ্টেম্বর সংসদীয় এই আসন শূন্য ঘোষণা করা হয়। ২৬ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বিজয়ী,উপনির্বাচন,ফরিদপুর-২,আওয়ামী লীগ,শাহাদাব আকবর চৌধুরী লাবু

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close