• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ফরিদপুরে দুইদিনের বাস ধর্মঘটের আহ্বান

প্রকাশ:  ০৮ নভেম্বর ২০২২, ২১:৩১
ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে দুইদিনের বাস ধর্মঘটের আহ্বান করেছে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। শুক্রবার (১১ নভেম্বর) সকাল ৬টা থেকে পরদিন শনিবার (১২ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত এ ধর্মঘট চলবে। এদিকে শনিবার ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ করার কথা রয়েছে।

জানা গেছে, পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন মহাসড়কে আঞ্চলিক পরিবহনের চলাচল বেড়েছে। মহাসড়কে এসব যানবাহন চলাচল করায় দুর্ঘটনাও ঘটছে। এমন অভিযোগে এবং এসব যানবাহন চলাচল বন্ধের দাবিতে দুইদিনের পরিবহন ধর্মঘট আহ্বান করে ফরিদপুরের পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

এদিকে এ অভিযোগ প্রত্যাখান করে ত্রি-হুললার মালিক ও শ্রমিকরা বলছেন, শুধুমাত্র ফিডার রোডেই চলাচল করছেন তারা। তবে ফিডার রোডে প্রবেশ করতে মহাসড়কের সামান্য কিছু অংশ ব্যবহার করতে হয়।

যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু বলেন, বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঠিক আগ মূহুর্তে পরিবহন ধর্মঘট আহ্বান স্বাভাবিক নয়। সমাবেশকে বাধাগ্রস্ত করতে সরকারের পক্ষ থেকেই এই নীলনকশা করা হচ্ছে।

তবে ফরিদপুর বাস মালিক গ্রুপের সহ-সভাপতি গৌতম কুমার ঘোষ শেখর বলেন, এই ধর্মঘট মালিক-শ্রমিকদের দাবি আদায়ের নিয়মিত কর্মসূচির একটি অংশ।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ফরিদপুর,আহ্বান,বাস,ধর্মঘট,পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close