• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||

নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে কুয়েট ছাত্র নিহত

প্রকাশ:  ১১ নভেম্বর ২০২২, ১৬:৪০
জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ছাত্র নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর ৪টার দিকে জয়পুরহাট রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

মো. রাহুল হোসেন নামের ২৩ বছর বয়সী ওই ছাত্রের বাড়ি বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকার কালীপাড়া মহল্লায়। তিনি কুয়েটের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানায়, রাহুল খুলনা থেকে আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে বাড়ি যাচ্ছিলেন। ভোর ৪টায় ট্রেন জয়পুরহাট রেলস্টেশনে পৌঁছান। তবে ঘুমিয়ে থাকায় রাহুল সে সময় নামতে পারেননি।

ট্রেন ছেড়ে দেওয়ার সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে রাহুল ট্রেনের নিচে পড়ে যান। সীমান্ত এক্সপ্রেস স্টেশন ছেড়ে যাওয়ার পর রাহুলের কাটা মরদেহ পাওয়া যায়। ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন থেকে তথ্য নিয়ে পুলিশ তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করে।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মুক্তার হোসেন জানান, ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জয়পুরহাট,ট্রেনে কাটা,বিশ্ববিদ্যালয়,শিক্ষার্থী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close