• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

রশি নিয়ে খেলতে গিয়ে প্রাণ গেলো শিশুর

প্রকাশ:  ১৪ নভেম্বর ২০২২, ২৩:৫৩
লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে রশি নিয়ে খেলতে গিয়ে ফাঁস লেগে মারা যাওয়া সাইফুল ইসলাম (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের ধারণা খেলতে গিয়েই ঘটনাটি ঘটেছে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্ত করলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সোমবার (১৪ নভেম্বর) বিকেলে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাইফুল দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের কেরানী বাড়ির দুলাল বেপারীর ছেলে।

পুলিশ জানায়, খবর পেয়ে রোববার (১৩ নভেম্বর) রাতে হাজিমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা সাইফুলের মরদেহ উদ্ধার করে। দোচালা টিনের ঘরের আড়ার সঙ্গে তার মরদেহ ঝুলে ছিলো। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খবর পেয়ে রাতেই সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী ও থানার ওসি শিপন বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শনে যান।

পরিবার সূত্র জানায়, সাইফুল এ ঘটনা ঘটানোর কোন কারণ নেই। ধারণা করা হচ্ছে রশি নিয়ে খেলতে গিয়ে তার গলায় ফাঁস লেগে যায়। এতে সে মারা যায়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ঘটনাটি রহস্যজনক। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছি। মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

লক্ষ্মীপুর,শিশু,রশি,প্রাণ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close