• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সাভারে জামায়াত-শিবিরের ৬৬ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশ:  ১৯ নভেম্বর ২০২২, ১৮:৩১
সাভার প্রতিনিধি

সাভারে একটি হাউজিংয়ের ভিতরে নির্জন স্থান থেকে ৬৬ জন জামায়াত-শিবিরের নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৭টি ককটেল, জিহাদি বই ও জামাতের ব্যানার উদ্ধার করা হয়। তারা গোপন বৈঠক করছিলেন বলে জানা গেছে।

শনিবার (১৯ নভেম্বর) এ সব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা ।

এর আগে শুক্রবার বিকেলে ভাকুর্তা ইউনিয়নের চাপড়া এলাকার ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেডের ভেতর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্ৰেফতারকৃতরা রাজধানীর মোহাম্মদপুরসহ বিভিন্ন জেলা থেকে থেকে এসেছিলেন বলে জানা গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, সাভারের ভাকুর্তা এলাকার ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেডের ভিতরে নির্জন স্থানে জামাত-শিবিরের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে ৬৬ জনকে গ্ৰেফতার করে। এ সময় ঘটনাস্থল থেকে ৭টি ককটেল, জিহাদি বই ও জামাতের ব্যানার উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা দায়ের করে ৭ দিনের রিমান্ডে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার,জামায়াত

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close