• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||

জয়পুরহাটে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

প্রকাশ:  ২৮ নভেম্বর ২০২২, ২৩:১৩
জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার বম্বু ইউনিয়নের রশিদার গ্রামের মৃত সিরাজ প্রধানের ছেলে মদন (৩৫), একই গ্রামের বাচ্চা মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (৩২) ও আব্দুল মোতালেবের ছেলে দেলোয়ার হোসেন (৩৮)।

জানা যায়, জয়পুরহাট সদর উপজেলার রশিদার গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে ইউনুস আলী সরকার ডিপ মেশিন স্থাপন কাজে ড্রেনম্যান হিসেবে কর্মরত ছিলেন। ২০০৯ সালের ২৭ ফেব্রুয়ারি রাত ৯টায় রাতের খাবার খেয়ে তিনি কাজের উদ্দেশ্যে যান। পরের দিন ভোর ৬টায় ডিপ মেশিনের দক্ষিণ পাশে বাঁশঝাড়ের মধ্যে মাথা পানিতে নিমজ্জিত অবস্থায় ইউনুসের মরদেহ দেখতে পাওয়া যায়।

এ ঘটনায় নিহত ব্যক্তির ছোট ভাই আলম হোসেন সরকার ২০০৯ সালের ১ মার্চ বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম একই বছরের ৩ সেপ্টেম্বর আদালতে চারজনের নাম উল্লেখ করে অভিযোগপত্র জমা দেন। তবে মামলার আসামি সদর উপজেলার রশিদার গ্রামের তছির উদ্দিনের ছেলে নাসিরউদ্দিন বিচার চলাকালে মারা গেলে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সোমবার রায় ঘোষণা করেন আদালত।

পূর্বপশ্চিমবিডি/এসএম

যাবজ্জীবন,মামলা,জয়পুরহাট,হত্যা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close