• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

খাবারের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে অটোরিকশা চুরির চেষ্টা, আটক ২

প্রকাশ:  ০৫ ডিসেম্বর ২০২২, ১৫:৪৪
সাভার প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় খাবারের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে অটোরিকশা চুরির সময় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক আটকের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রোববার রাতে জাহাঙ্গীর নগর প্রান্তিক গেট থেকে দুই ব্যক্তিকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।

আটকরা হলেন-চাঁদপুর জেলার হাইমচর উপজেলার মেয়া বাজার গ্রামের মৃত আব্দুল কাইয়ুমের ছেলে সোহাগ। অপর জন আশুলিয়া থানার দক্ষিণ গাজীরচট এলাকার মৃত নূর মিয়ার ছেলে মামুন।

ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার রাতে অটোরিকশা চালক শাহিন আলমের রিকশায় দুই ব্যক্তি যাত্রীবেশে ওঠে মুসলিমনগর যেতে বলে। এ সময় জাহাঙ্গীরনগরের টারজান পয়েন্টে আসলে রিকশা থামিয়ে চটপটি খায় ওই দুই ব্যক্তি। সে সময় রিকশা চালক শাহিনকেও চটপটি খাওয়ান তারা। এরপরে রিকশা চালকে অচেতন অবস্থায় ফেলে রেখে রিকশা নিয়ে পালিয়ে যাচ্ছিলেন ওই দুই রিকশা চোর। কিন্তু চটপটির দোকানদার ঘটনার বুঝতে পেরে ওই দুই রিকশা চোরকে ধরে ফেলে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক জানান, ঘটনাস্থল থেকে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। মূলত ওই দুই ব্যক্তি খাবারে সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে রিকশা চুরি করছিল।

এ ঘটনায় ওই দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ও দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সাভার

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close