• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিএনপি নয়, সংসদে বিরোধী দল জাপা: কৃষিমন্ত্রী

প্রকাশ:  ১১ ডিসেম্বর ২০২২, ২০:০০
টাঙ্গাইল প্রতিনিধি

‌‌‘আগেও বিএনপি ছাড়াও সংসদ পরিচালিত হয়েছে। সংসদে বিএনপি বিরোধী দল নয়, জাতীয় পার্টি বিরোধী দল। তাই সংসদ থেকে বিএনপির সাত সদস্য (এমপি) পদত্যাগ করলেও রাজনৈতিকভাবে কোনো প্রভাব পড়বে না।’

রোববার (১১ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলের সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নে জবাবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগ ও পৌরসভার উদ্যোগে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত টাঙ্গাইল হানাদার মুক্ত দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বক্তব্য দেন।

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন সময় আন্দোলনের হুমকি দিলেও তা আর বাস্তবায়ন করতে পারেন না। এক সময় বলেন, ঈদের পর আন্দোলন করবেন, আবার বলেন, পূজার পর আন্দোলন করবেন? মূল কথা তারা কখন আন্দোলন করবেন তা তারা নিজেরাও জানেন না।

কৃষিমন্ত্রী বলেন, তারা আন্দোলনের নামে বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে। রেললাইন উপড়ে ফেলে। আন্দোলনের নামে সাধারণ মানুষকে হত্যা করে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে তার জবাব দিবে। আওয়ামী লীগের শক্তি দেশের সাধারণ জনগণ। সাধারণ মানুষই আওয়ামী লীগের মূল হাতিয়ার।

পূর্বপশ্চিমবিডি/এসএম

কৃষিমন্ত্রী,বিএনপি,সংসদ,বিরোধী দল,টাঙ্গাইল,মো. আব্দুর রাজ্জাক

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close