• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ:  ১১ ডিসেম্বর ২০২২, ২১:৪২ | আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ২১:৪৩
মানিকগঞ্জ প্রতিনিধি

উন্নয়নের ধারা ধরে রাখতে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার (১১ ডিসেম্বর) বিকেলে শহরের মুক্তিযুদ্ধের বিজয়মেলা মাঠে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জাহিদ মালেক বলেন, বিএনপি ও তার সঙ্গীরা যখন ক্ষমতায় ছিলো মানিকগঞ্জের কোনো উন্নয়ন হয়নি। এ অঞ্চলে পাকা রাস্তা ছিলো না, বাসা-বাড়িতে বিদ্যুৎ ছিলো না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, মানিকগঞ্জেও উন্নয়ন হয়েছে। শেখ হাসিনা বলেছিলেন আপনারা আমাকে ভোট দিলে আপনাদের উন্নয়ন দেবো। তিনি কথা রেখেছেন। এ উন্নয়নের ধারা ধরে রাখতে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ষড়যন্ত্র করছে কারা, যারা এ দেশের স্বাধীনতা চায় নাই, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। বিএনপি-জামায়াত জোট শেখ হাসিনাকেও হত্যার চেষ্টা করেছিলো। তারা পুনরায় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার পাঁয়তারা করছে। সেজন্য আমাদের সবাইকে সব সময় সজাগ থাকতে হবে।

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মানিকগঞ্জ,স্বাস্থ্যমন্ত্রী,ক্ষমতা,আওয়ামী লীগ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close