• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঘন কুয়াশায় সৈয়দপুরে বিমান চলাচল বন্ধ

প্রকাশ:  ২৩ ডিসেম্বর ২০২২, ১২:৫৩
নীলফামারী প্রতিনিধি

ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা সাময়িক বন্ধ রয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত কোনো ফ্লাইট অবতরণ করেনি।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া দপ্তরের কর্মকর্তা লোকমান হোসেন বলেন, শুক্রবার সকাল ৯টায় রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিলো মাত্র ১০০ মিটার। নিয়ম অনুযায়ী রানওয়েতে ২ হাজার মিটার দৃষ্টিসীমায় ফ্লাইট ওঠা-নামা করতে পারে।

তিনি জানান, এ অঞ্চলে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাস না থাকায় ঘন কুয়াশা কেটে যেতে অনেক সময় লাগতে পারে।

বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ জানান, ঘন কুয়াশার কারণে বিমানবন্দরের বিমান চলাচল ব্যাহত হয়েছে। শীতকালে বৈরী আবহাওয়ার কারণে প্রায়ই উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটে থাকে। এজন্য ফ্লাইট চলাচলের সিডিউল পরিবর্তন করা হয়েছে। তবে কোনো ফ্লাইট বাতিল করা হয়নি। কুয়াশা কেটে গেলে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হয়।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নীলফামারী,বন্ধ,চলাচল,বিমান,ঘন কুয়াশা,সৈয়দপুর বিমানবন্দর

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close