• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

পাবনার ১৫ খ্রিস্টান পল্লিতে উৎসবের আমেজ

প্রকাশ:  ২৪ ডিসেম্বর ২০২২, ১৭:৪৭
পাবনা প্রতিনিধি

পাবনার ১৫টি খ্রিস্টান পল্লিতে উৎসবের আমেজ বিরাজ করছে। উপাসনালয়, বাড়ি আলোকসজ্জা, গোশালা তৈরি, ক্রিস্টমাস ট্রি সাজানোসহ নানা প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। বড়দিনের উৎসব শান্তিপূর্ণ উদযাপনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ প্রশাসন।

স্থানীয়রা জানান, খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবকে ঘিরে চাটমোহর উপজেলার মথুরাপুর, মূলগ্রাম, হরিপুর ও ফৈলজানা ইউনিয়নের ১৫টি খ্রিস্টান পল্লি এখন উৎসবমুখর। চাটমোহরের ১২টি ব্যাপটিস্ট ও ক্যাথলিক চার্চ সজ্জিত করা হয়েছে। মথুরাপুর, উথুলী, নেংড়ী, ফৈলজানা ও কাতুলী গ্রামের গির্জাসহ উপজেলার ১২টি গির্জায় বড়দিন উদযাপনের বিশেষ প্রার্থনা ও খ্রিস্টযোগ অনুষ্ঠিত হবে।

পাবনা ব্যাপ্টিস্ট চার্চের পালক ইসহাক সরকার বলেন, যিশু খ্রিস্টের জন্মতিথি উদযাপনে পাবনা এখন উৎসবমুখর। গির্জাগুলো সাজানো হচ্ছে নানা রঙে। বাড়িঘর আলোকসজ্জা, গোশালা তৈরি, ক্রিস্টমাস ট্রি সাজানোসহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ।

পাবনা ব্যাপ্টিস্ট চার্চের সাধারণ সম্পাদক উত্তম দাস জানান, বড়দিনকে ঘিরে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে বড়দিন উদযাপিত হবে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, বড়দিন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল জানান, বড় দিন উপলক্ষে প্রতিটি গির্জায় সরকারিভাবে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বড়দিন সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাবনার পুলিশ সুপার আকবর আলী মুনসী জানান, শান্তিপূর্ণ পরিবেশে বড়দিন উদযাপনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাবনা,ক্রিস্টমাস

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close