• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ভৈরব স্টেশনের উভয় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশ:  ২৫ ডিসেম্বর ২০২২, ১৩:১৬
কিশোরগঞ্জ প্রতিনিধি

তিন ঘণ্টা পর কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে স্টেশনের উভয় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও বগির হুক ভেঙে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। পরে রাত সাড়ে ১১টার দিকে উভয় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন বলেন, রাত সাড়ে ৮টার দিকে ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন ভৈরব পৌঁছালে ইঞ্জিনের সঙ্গে বগি সংযুক্ত হুক ভেঙে যায়। ফলে তিন ঘণ্টা একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে।

তিনি আরো বলেন, আখাউড়া স্টেশন থেকে যন্ত্র প্রকৌশলী এসে পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও বগির হুক মেরামত করে। রাত সাড়ে ১১টার দিকে ভৈরব স্টেশনের উভয় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

পূর্বপশ্চিমবিডি/এসএম

কিশোরগঞ্জ,চলাচল,ট্রেন,ভৈরব স্টেশন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close