• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

গাজীপুরে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

প্রকাশ:  ২৫ ডিসেম্বর ২০২২, ২৩:৪৮ | আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ১০:২৪
গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের চান্দনায় মার্কেটে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

রোববার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় পাইকারি কাপড়ের মার্কেটে আগুন লাগে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও টঙ্গী ফায়ার সার্ভিসের দু‘টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ইউনিট,গাজীপুর,মার্কেট,আগুন,নিয়ন্ত্রণ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close