• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

‘ইভিএম বিকল’, দুবারের চেষ্টায় ভোট দিলেন মোস্তফা

প্রকাশ:  ২৭ ডিসেম্বর ২০২২, ১০:০১ | আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১২:৫৭
রংপুর প্রতিনিধি

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে একটি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বিকল হওয়ায় দুবারের চেষ্টায় ভোট দিয়েছেন বলে দাবি করেছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।

নগরীর আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে ভোট দিতে যান মোস্তফা। কেন্দ্রের ৪ নম্বর বুথে গিয়ে তিনি ফিরে আসেন বলে জানান।

পরে জাতীয় পার্টির এ প্রার্থী অভিযোগ করে বলেন, ‘ইভিএমে সমস্যার কারণে আমি নিজেই ভোট দিতে পারলাম না। আপনারা দেখেন, আমার হাতে কালি দেওয়া আছে, কিন্তু মেশিন নষ্ট।’ এ কেন্দ্রের দুটি মেশিন বিকল বলে দাবি করেন মোস্তফা। এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে অভিযোগ দেবেন বলেও জানান তিনি।

মোস্তফা আরও বলেন, ‘আমি প্রার্থী হয়েও ভোট দিতে পারলাম না। এটি আপেক্ষের কথা। আমি অপেক্ষা করব। মেশিন ঠিক হলে ভোট দেব।’

রসিক নির্বাচনে দুবারের চেষ্টায় ভোট দেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।

পরে সকাল সোয়া ৯টার দিকে ভোট দেন মোস্তফা। এরপর সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো খোঁজ নিতে পারিনি। এভাবে মেশিন নষ্ট হলে সমস্যা।’

এ ব্যাপারে ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা শরিফুর ইসলামের দাবি, ইভিএম নষ্ট হয়নি, হ্যাং হয়েছে।

ইভিএম,রংপুর সিটি করপোরেশন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close