• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ব্রাহ্মণবাড়িয়া উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীর মৃত্যু

প্রকাশ:  ০৭ জানুয়ারি ২০২৩, ২৩:৪০
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী মোহন মৈশান (৬০) মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (৭ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মোহন মৈশান সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ফজর আলী মৈশানের ছেলে।

সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহমুদা আক্তার বলেন, হঠাৎ অসুস্থতা অনুভব করলে বিকেলে পরিবারের লোকজন মোহন মিয়াকে হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসাধীন মোহন মিয়ার বিকেল সাড়ে ৫টার দিকে মৃত্যু হয়। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। তার মরদেহ পরিবারের লোকজন সন্ধ্যার দিকে নিয়ে গেছে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, প্রার্থীর মৃত্যুর বিষয়ে নির্বাচন কমিশনের কাছে মতামত চাইবো। এরপর বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলা নির্বাচন কর্মকর্তার দফতরে উপস্থিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এ আসনে নির্বাচনে অংশ নিতে ১৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মৃত্যু,স্বতন্ত্র প্রার্থী,উপ-নির্বাচন,ব্রাহ্মণবাড়িয়া

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close