• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

উখিয়ায় ফের ছুরিকাঘাতে রোহিঙ্গা মাঝি নিহত

প্রকাশ:  ০৮ জানুয়ারি ২০২৩, ১৩:৩২ | আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৩:৪৫
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে এক রোহিঙ্গা নেতা (মাঝি) নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উখিয়ার ১৫ নাম্বার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের এ/৪, শেড নম্বর-৩৩২ এর বাসিন্দা মৃত আবদুল হাকিমের ছেলে মোহাম্মদ রশিদ (৩৩)।

শনিবার (৭ জানুয়ারি) দিনগত রাত ৮টার দিকে দ্বিতীয় স্ত্রীর ঘরে তাকে ছুরিকাঘাত করা হয় বলে জানিয়েছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফারুক আহমেদ।

তিনি বলেন, রাতে ব্লক এ/৫ এ অবস্থিত তার দ্বিতীয় স্ত্রীর ঘরে অবস্থান করছিলেন রশিদ। এসময় মুখে কাপড় বাঁধা তিনজন সন্ত্রাসী ঘরে প্রবেশ করে রশিদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ছুরিকাঘাতে ভিকটিমের বুকের ডান পাশে, পেটে, তল পেটে, ডান কানের লতিতে এবং বাম হাতের বৃদ্ধাঙ্গুলি কেটে গিয়ে জখম হয়। ভিকটিমের স্ত্রী ও প্রতিবেশীদের চিৎকারে ক্যাম্পের ভলান্টিয়াররা ভিকটিমকে উদ্ধার করে ক্যাম্প-১৫ এর এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ব্যক্তিগত শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, জামতলী এপিবিএন ক্যাম্প উখিয়া থানায় সংবাদ দিলে রাত্রিকালীন ডিউটিতে থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) ওলিউর রহমান ফোর্স নিয়ে এমএসএফ হাসপাতালে নিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কক্সবাজার

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close