• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

প্রকাশ:  ১১ জানুয়ারি ২০২৩, ২২:৪৮
নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মো. মানিক মিয়া (৭৫) নামে এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মারা গেছেন। বুধবার (১১ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে তাকে কারাগার থেকে উদ্ধার করা হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত মানিক মিয়া কাশেমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তার হাজতি নম্বর ৮৮৯১/এ।

কারারক্ষী ইসমাইল হোসেন বলেন, কাশিমপুর কারাগারে মানিক মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, মৃত মানিক মিয়ার বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বড় ভাংগা গ্রামে। তিনি মৃত রমজান আলীর সন্তান।

মানিক মিয়া কি মামলার আসামি ছিলেন, সে সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

অসুস্থ,কারাগার,গাজীপুর,কাশিমপুর,মৃত্যু,মৃত্যুদণ্ডপ্রাপ্ত,আসামি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close