• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

রোহিঙ্গা ক্যাম্পে কঠোরভাবে অপরাধ নিয়ন্ত্রণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:  ১৫ জানুয়ারি ২০২৩, ১৪:০৮
কক্সবাজার প্রতিনিধি

রোহিঙ্গা শিবিরগুলোতে অপহরণসহ অপরাধ প্রবণতা বৃদ্ধির বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক চুরি, ডাকাতি, খুন-গুম, অপহরণ-মুক্তিপণ আর মাদকের মতো অপরাধ কোনোভাবেই করতে দেওয়া হবে না। এসব অপরাধ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

রোববার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম সভা চলাকালে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, ইয়াবা কারবারিদের নতুন যে তালিকা হয়েছে, তা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে। তালিকা হলেই অপরাধী, তা কিন্তু নয়। আমরা যাচাই-বাছাই করছি। যদি সত্যতা পাওয়া যায়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ১টা) সভাটি চলমান। সভা শেষে সভার সার্বিক সিদ্ধান্তের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমদের সাংবাদিকদের ব্রিফিং করার কথা রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close