• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

উপ-নির্বাচন

ব্রাহ্মণবাড়িয়ায় উকিল আবদুস সাত্তার বিজয়ী

প্রকাশ:  ০১ ফেব্রুয়ারি ২০২৩, ২২:১৮ | আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ২২:২১
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী উকিল আবদুস সাত্তারকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

উকিল আবদুস সাত্তার ভূঁইয়া পেয়েছেন ৪৪ হাজার ৯১৬ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির আব্দুল হামিদ ভাসানী পেয়েছেন ৯ হাজার ৬৩৫ ভোট।

এর আগে ২০১৮ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হয়ে নির্বাচন করে আসনটিতে আবদুস সাত্তার ভূঁইয়া বিজয়ী হয়েছিলেন।

গত ১১ ডিসেম্বর তিনি জাতীয় সংসদ থেকে পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। পরে তিনিই আবার স্বতন্ত্র প্রার্থী হয়ে এ আসনে উপ-নির্বাচনে অংশ নেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

উপ-নির্বাচন,ব্রাহ্মণবাড়িয়া,উকিল,আবদুস সাত্তার বিজয়ী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close