• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হবিগঞ্জে শিয়া-সুন্নি নিয়ে দ্বন্দ্ব গড়াল সংঘর্ষে

প্রকাশ:  ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:০৯
হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে শিয়া ও সুন্নি নিয়ে বিরোধ নিষ্পত্তি করতে গিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সামনের রাস্তায় শুক্রবার সন্ধ্যায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

একপক্ষের নেতৃত্বে ছিলেন আলোচিত ইসলামী বক্তা মাওলানা গিয়াস উদ্দিন আততাহেরী এবং অপরপক্ষের নেতৃত্বে ছিলেন মাওলানা কাওসার।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, হবিগঞ্জে শিয়া ও সুন্নি নিয়ে বিরোধ নিষ্পত্তি করতে হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে বৈঠকে দুই পক্ষের চার জন করে আট জন অংশ নেয়ার কথা থাকলেও উভয়পক্ষই বিপুল সংখ্যক মুসল্লি নিয়ে পুলিশ সুপার কার্যালয়ে প্রবেশ করে। পুলিশ তাদেরকে কার্যালয় থেকে বের করে দিলে উভয়পক্ষ উত্তেজিত হয়ে ওঠে। এ সময় পুলিশ সুপারের কার্যালয়ের সামনের রাস্তায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়।

তিনি আরও জানান, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে, তারা দুই পক্ষই চলে গেছে।

হবিগঞ্জ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close