• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ছাত্রলীগের নির্যাতনের শিকার ২ শিক্ষার্থী আইসিইউতে

প্রকাশ:  ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১৫
চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ছাত্রাবাসে শিবির সন্দেহে চার শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ উঠেছে। মারধরের শিকার চারজনের মধ্যে বর্তমানে দুজন চমেক হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার রাতে তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে বুধবার দিবাগত রাত তিনটার দিকে ছাত্রাবাস থেকে তাদের ডেকে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নির্যাতন চালানোর অভিযোগ ওঠে।

মারধরের শিকার চার শিক্ষার্থী হলেন—জাহিদ হোসেন ওয়াকিল, সাকিব হোসেন, এম এ রায়হান এবং মোবাশ্বের হোসেন শুভ্র। তারা চারজনই চমেকের ৬২ ব্যাচের শিক্ষার্থী। এর মধ্যে জাহিদ ও সাকিব চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন।

চকবাজার থানার ওসি মনজুর কাদের মজুমদার বলেন, ‘এ ঘটনায় এখনো কেউ সরাসরি অভিযোগ করেনি। গতকাল তাৎক্ষণিক সংবাদ পেয়ে একটি দল ঘটনাস্থলে গেছে। সেখানে চমেক কর্তৃপক্ষের লোকজন ছিল। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।’

চকবাজার থানা পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানায়, এ ঘটনার পর হামলার শিকার ছাত্রদের কারা পিটিয়েছে সেই তথ্য জানাতে রাজি হয়নি। হামলার শিকার বাকি দুই ছাত্রকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে চারজনই শিবিরের সঙ্গে সম্পৃক্ততার ব্যাপারে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জানতে চমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তারের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।

ছাত্রলীগ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close