• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

দুই মোবাইল ‘গায়েব’, মাইক ভাড়া করে চোরকে গালিগালাজ

প্রকাশ:  ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:১৪
কিশোরগঞ্জ প্রতিনিধি

ঘর থেকে দুটি মোবাইল চুরি হওয়ায় মাইক ভাড়া করে চোরকে গালিগালাজ করে সাড়া ফেলেছেন এক ব্যক্তি।

৬৫ বছর বয়সী মো. ফায়েজ মিয়া কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও এলাকার বাসিন্দা। তিনি একজন পান দোকানদার।

খোঁজ নিয়ে জানা যায়, গত ৯ দিন আগে ফায়েজের ঘর থেকে একটি স্মার্ট ও একটি বাটন মোবাইল চুরি হয়ে হয়। এরপর গত শুক্রবার তিনি কোনো উপায় না পেয়ে বাড়ির সামনে মাইক ভাড়া করে চোরকে গালিগালাজ করেন। এ ঘটনার ২৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়।

গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম শাহারিয়ার বলেন, ‘এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে জেনে থানায় জিডি করার পরামর্শ দিয়েছি। আমি নিজেও ফোন দুটি উদ্ধারের চেষ্টা করছি।’

ভুক্তভোগী ফায়েজ মিয়া বলেন, ‘পান বিক্রি করে যা লাভ হয়, তা দিয়েই কোনোরকমে খেয়েপরে বেঁচে আছি। আমার বসত ঘর থেকে চোরেরা দুটি মোবাইল চুরি করে নিয়ে যাওয়ায় আমার অনেক ক্ষতি হয়ে গেছে। মনেও অনেক কষ্ট পেয়েছি। তাই মাইক ভাড়া করে এনে চোরদের ইচ্ছামতো গালিগালাজ করেছি।’

কিছুদিন আগে মোবাইলের কাগজপত্র হারিয়ে যাওয়ায় থানায় জিডি করেননি বলেও জানান ফায়েজ মিয়া।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম বলেন, ‘মোবাইল উদ্ধার করতে চাইলে থানায় জিডি করা প্রয়োজন। তিনি থানায় যোগাযোগ না করায় ঘটনাটি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি। আমরা বিভিন্ন সময় চোর ও ছিনতাইকারীদের গ্রেপ্তার করছি। ফায়েজ মিয়ার দুইটি মোবাইল উদ্ধার করতে ওই চোরকেও শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।’

মোবাইল

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close