• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

প্রকাশ:  ২৭ এপ্রিল ২০২৩, ১৯:০৯
চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনের ১৯০টি ভোট কেন্দ্রের এক হাজার ৪১৪টি ভোটকক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকাল ৪টা পর্যন্ত।

এর আগে সকালে নগরের বহদ্দারহাট এখলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ। এছাড়া স উ ম আব্দুর সামাদ ভোট দেন নগরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায়।

এদিকে ভোট গ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করতে প্রস্তুতি নিয়েছে আঞ্চলিক নির্বাচন কার্যালয়। নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম খোলা হয়েছে কন্ট্রোল রুম। এখান থেকেই ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান। তিনি বলেন, কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়া নির্বাচন সম্পন্ন করেছে। ফলাফল ঘোষণার প্রস্তুতি চলছে। কেন্দ্র থেকে ফলাফল আসা মাত্রই ঘোষণা করা হবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

চট্টগ্রাম,গণনা,ভোটগ্রহণ,উপনির্বাচন,আসন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close