• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

বান্দরবানে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

প্রকাশ:  ১৩ মে ২০২৩, ২২:২৬
বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের সদর উপজেলার সুয়ালক এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত ও আহত হয়েছেন আরো চারজন।

শনিবার (১৩মে) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাজ্জাদ (২৮) ও দেড় বছরের শিশু জুমাইরা। নিহত ও আহতরা চট্টগ্রামের কেরানিহাটের বাসিন্দা বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকালে চট্টগ্রামের সাতকানিয়া থেকে সাজ্জাদ ও তার পরিবারের সদস্যরা বান্দরবানের নীলাচল পর্যটন কেন্দ্রে বেড়াতে আসে। ভ্রমণ শেষে সন্ধ্যায় সিএনজিচালিত অটোরিকশায় করে তারা বাড়ি ফিরছিলেন। পথে বান্দরবানের সুয়ালক এলাকায় পৌঁছালে অপর দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় ঘটনাস্থলেই মারা যান সাজ্জাদ। আহত হন অটোরিকশায় থাকা আরও পাঁচ জন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কেরানীহাট বেসরকারি হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু জুমাইরার মৃত্যু হয়। পরে গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে একজন মারা যাওয়ার এবং কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি। আহতদের উদ্ধার করে কেরানীহাটে নিয়ে যাওয়া হয়েছে।

এটি বান্দরবান কেরানীহাট সীমান্তের ঘটনা এবং যাত্রীরা সবাই বান্দরবানের বাইরের তাই বিস্তারিত জানা যায়নি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নিহত,সংঘর্ষ,ট্রাক-অটোরিকশা,বান্দরবান

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close