• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মানিকগঞ্জে গৃহবধূকে ধর্ষণের পর হত্যা, যাবজ্জীবন ৫

প্রকাশ:  ১৫ মে ২০২৩, ২২:৫০
মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় গৃহবধূকে ধর্ষণের পর হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (১৫ মে) দুপুরের দিকে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিচারিক আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন আসামিদের উপস্থিতে এ রায় প্রদান করেন।

দণ্ডিতরা হলেন- দৌলতপুর উপজেলার বাশাইল এলাকার নুরুল হক, আবুল কাশেম, তাজুল ওরফে দেলোয়ার এবং বাহেজ উদ্দিন।

নিহত গৃহবধূ ওই এলাকার তৈমুদ্দিনের মেয়ে এবং শিবালয়ের বালুরচর এলাকার রফিক মিয়ার স্ত্রী।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৮ নভেম্বর রাতে দৌলতপুর উপজেলার জিয়নপুর বাজারে গৃহবধু শিউলী আক্তারকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় এবং পরের দিন সকালে জিয়নপুর নদীর পাড় থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে সাতজনকে আসামি করে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের প্রকৌশলী ছিলেন, মথুরনাথ সরকার ও আসামি পক্ষের প্রকৌশলী একে এম আজিজুল হক।

পূর্বপশ্চিমবিডি/এসএম

যাবজ্জীবন,হত্যা,মানিকগঞ্জ,গৃহবধূ,ধর্ষণ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close