• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

প্রকাশ:  ০৫ জুন ২০২৩, ১৩:২৫
লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কালিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ইউসুফ আলী (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার জগৎবেড় ইউনিয়নের কালিরহাট সীমান্তের মেইন পিলার ৮৫৭-নম্বর এর সাব পিলার-১৩ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ইউসুফ আলী উপজেলার জগৎবেড় ইউনিয়নের মেসেরডাঙ্গা গ্রামের শাহ জামালের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার রাতে বাংলাদেশি গরু পারাপারকারীর একটি দল সীমান্তের মেইন পিলার ৮৫৭ দিয়ে ভারতের ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৬৯ রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের মীররাপা ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ব হয়ে ঘটনাস্থলেই মারা যান ইউসুফ আলী। পরে ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।

রংপুর ৬১ (বিজিবি) অধিনায়ক লে: কর্নেল মাছুম জানান, বিএসএফর গুলিতে একজনের নিহতের খবর তারা শুনেছেন। এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্থতি চলছে।

বিএসএফ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close