• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে ১৪ কি.মি. যানজট

প্রকাশ:  ১০ জুন ২০২৩, ১০:৪৪
টাঙ্গাইল প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে ১৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার (১০ জুন) ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতু‌র পূর্বপার থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।

বঙ্গসেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, শুক্রবার রাত ১টার দিকে মহাসড়কের কামাক্ষা মোড় এলাকায় একটি পিকআপভ্যান উল্টে যায়। সেই পিকআপভ্যানটি সরাতে প্রায় ১ ঘণ্টার মতো সময় লেগে যায়। এছাড়াও মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বেড়ে যানজটের সৃষ্টি হয়েছে। আর চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে যানজট আরো বেড়ে গেছে।

আমরা সড়কে দায়িত্ব পালন করছি, দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করা হবে বলে জানান তিনি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

টাঙ্গাইল,যানজট,বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়ক

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close