• রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||

ঈদযাত্রার শেষ দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোগান্তি নিয়ে এসেছে বৃষ্টি

প্রকাশ:  ২৮ জুন ২০২৩, ২১:১৫
পূর্বপশ্চিম ডেস্ক

ঈদযাত্রার শেষ দিনে বৃষ্টি ও তীব্র যানজটে ঢাকা-টাঙ্গ‌াইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষেরা।

বুধবার (২৮ জুন) ভোর থেকে মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কিছুটা কমে ২৫ কিলোমিটারে নেমে আসে। ধীরগতিতে চলা পরিবহনের যাত্রীদের ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে বৃষ্টি।

পুলিশ জানায়, সেতুর ওপরে দুঘর্টনা, গাড়ি বিকল হওয়ার কারণে দফায় দফায় টোল আদায় বন্ধ, অতিরিক্ত যানবাহনের চাপ ও চালকদের বেপরোয়া গতির কারণে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্লা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

বুধবার ভোরে বঙ্গবন্ধু সেতুর ওপর গাড়ির সংঘর্ষ ও একটি পিকআপ বিকল হয়ে যায়। পিকআপটি সরাতে ১ ঘণ্টারও বেশি সময় লেগেছে। এতে ভোর ৪ টা ১৫ থেকে ৪ টা ৫৩ মিনিট পর্যন্ত টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এর আগেও কয়েক বার টোল আদায় বন্ধ রাখা হয়।

ঢাকা থেকে ছেড়ে আসা খোলা ট্রাকে থাকা কয়েকজন যাত্রী বলেন, “আমরা একত্রে এই খোলা ট্রাকটি ভাড়া করে বাড়ি ফিরছি। রাত তিনটার দিকে রওনা হয়েছি এখন রাবনা বাইপাস পর্যন্ত আসতে আমাদের প্রায় ৮ ঘণ্টা লেগেছে।”

এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান বলেন, “সেতুর ওপর ও মহাসড়কে দুর্ঘটনার কারণে যানজট হয়। আমরা সড়কে দায়িত্ব পালন করছি। এখন যানবাহন স্বাভাবিক গতিতে ফিরেছে। কিছুক্ষণের মধ্যে মহাসড়ক স্বাভাবিক হবে।”

ঈদযাত্রা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close