• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

জামিন পেলেন টাঙ্গুয়ার হাওড় থেকে গ্রেপ্তার বুয়েট শিক্ষার্থীরা

প্রকাশ:  ০৩ আগস্ট ২০২৩, ০০:৪২
পূর্বপশ্চিম ডেস্ক

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড় থেকে গ্রেপ্তার হওয়া ৩২ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। তাদের মধ্যে বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২৪ জন বর্তমান শিক্ষার্থী ও সাতজন সাবেক শিক্ষার্থী রয়েছেন।

বুধবার (২ আগস্ট) সুনামগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ফারহান সাদিকের আদালত পাঁচ হাজার টাকা বন্ডের মাধ্যমে ৩২ জনের জামিন মঞ্জুর করেন। অপর দুইজন শিশু হওয়ায় তাদের শিশু আদালতে জামিনের আবেদন করা হবে।

এর আগে সন্ত্রাসী কার্যকলাপ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে রবিবার সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে আসা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক ও বর্তমান ৩১ শিক্ষার্থীসহ ৩৪ জনকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। সোমবার বিকেলে পুলিশ আদালতে সোপর্দ করলে ৩৪ জনকেই কারাগারে পাঠান আদালত।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাহিরপুর উপজেলা বাজারের নৌকাঘাট থেকে রবিবার সকাল ৭টায় একটি নৌকায় করে ৩৪ শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে যান।

হাওরে ঘোরার পর দুপুরের দিকে পাটলাই নদী দিয়ে ট্যাকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে নতুনবাজারের সামনে নৌকাটি আসলে পুলিশের দুটি স্পিডবোট তাদের গতিরোধ করে। এ সময় নৌকার চালক আহাদুল মিয়া, মুহাদ্দিস মিয়াসহ ৩৪ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

টাঙ্গুয়ার হাওড়,সুনামগঞ্জ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close