• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ওজনে কারসাজি করায় দুই তেল পাম্পে জরিমানা, একটিতে পেট্রোল বিক্রি বন্ধ

প্রকাশ:  ০৮ আগস্ট ২০২৩, ১৯:১৩
মনিরামপুর প্রতিনিধি

পেট্রোল পরিমাপে ওজনের কম বেশি করার অভিযোগে যশোরের মনিরামপুর পৌর শহরে অবস্থিত দুটি তেল পাম্পকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (৮ আগষ্ট) বিকেল ৩টার দিকে সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেছেন। এসময় পেট্রোল পরিমাপে কম দেওয়ার অভিযোগে জি এন ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা ও পরিমাপে বেশি দেওয়ার অভিযোগে মনিরামপুর ফিলিং স্টেশনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে জি এন ফিলিং স্টেশনের মিটারে ত্রুটি থাকায় পেট্রোল বিক্রি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এসিল্যান্ড আলী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (৮ আগষ্ট) মনিরামপুর জি এন ফিলিং স্টেশনের বিরুদ্ধে পেট্রোল পরিমাপে কম দেওয়ার অভিযোগ তুলে নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন মনিরুজ্জামান মনির নামে উপজেলার এক স্কুল শিক্ষক। এরপর বিষয়টি নজরে নিয়ে আজ মঙ্গলবার মনিরামপুর বাজারের তেল পাম্প দুটিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে বিএসটিআইর পরিদর্শক (মেট্রোলজি) আলী হাসান, মনিরামপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশের পৃথক দুটি দল অংশ নেন। এসিল্যান্ড আলী হাসান বলেন, পেট্রোল ওজনে কম দেওয়ার অভিযোগ পেয়ে আজ মঙ্গলবার বিকেল ৩টায় পৌর শহরের তেল পাম্প দুটিতে অভিযান চালানো হয়েছে। অভিযানে বিএসটিআইর তেল মাপার একটি পাত্র আনা হয়। তখন দেখা গেছে জি এন ফিলিং স্টেশনের মিটারে ৫ লিটারের মাপ ঠিক দেখালেও আমাদের পাত্রে তেল কম পড়েছে। ফেসবুকে আনা অভিযোগের সত্যতা পাওয়ায় জি এন ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে।

এসিল্যান্ড বলেন, মিটার ঠিক না থাকায় জি এন ফিলিং স্টেশনে পেট্রোল বিক্রি বন্ধ করা হয়েছে। পাম্প কর্তৃপক্ষকে মিটার ঠিক করে বিএসটিআই কর্মকর্তাকে দেখাতে বলা হয়েছে। বিএসটিআই মিটার ঠিক থাকার বিষয়টি নিশ্চিত করার পর তাঁরা পেট্রোল বিক্রি শুরু করতে পারবেন।

সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান বলেন, একই সময়ে বাজারের মনিরামপুর ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে দেখা গেছে তাঁরা পেট্রোল পরিমাপে বেশি দিচ্ছেন। ধারণা করছি,অভিযানের বিষয়টি তাঁরা আগে থেকে অনুমান করতে পেরে এ কাজ করেছেন। এছাড়া তাদের তেল মাপা যন্ত্রে বিএসটিআইর লোগো ছিল না। এ অভিযোগে মনিরামপুর ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তেল চুরি,অনিয়ম-দুর্নীতি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close