• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশ:  ১৩ আগস্ট ২০২৩, ১৫:৫৯
তারেক হাসান, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নটরডেমিয়ানস সোসাইটি ও লিও ক্লাবের যৌথ উদ্যোগে ক্যাম্পাস পরিষ্কার, ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি সেইসাথে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

আজ রবিবার (১৩ আগস্ট) দুপুর দুইটায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান পরিষ্কার ও বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আখতার হোসাইন উপস্থিত ছিলেন। এছাড়া নটরডেমিয়ানস সোসাইটি অব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি রায়হান উর রহমান সাবাহ এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং লিও ক্লাবের সহ সভাপতি ইয়াসির আরাফাত সবুজসহ দুই সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নটর ডেম কলেজ,জগন্নাথ বিশ্ববিদ্যাল

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close