• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

লক্ষ্মীপুরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পরিচিতি সভা

প্রকাশ:  ২৬ আগস্ট ২০২৩, ১৯:৫৭
লক্ষ্মীপুর প্রতিনিধি

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার নব-নির্বাচিত কার্যকরী কমিটির পরিচিতি সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৬ আগস্ট) দিনব্যাপী লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সংগঠনের জেলা কমিটির সভাপতি শংকর মজুমদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় কমিটির অন্যতম সভাপতি নির্মল রোজারিও।

এর আগে সকালে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদে কেন্দ্রীয় কমিটির অন্যতম সভাপতি অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক এ কর্মসূচির উদ্বোধন করেন।

সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মিলন মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য সুব্রত চৌধুরী, উপদেষ্টামণ্ডলীর সদস্য জহর লাল ভৌমিক, যুগ্ম সাধারণ সম্পাদক তাপস কুমার পাল, মহিলা ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুপ্রিয়া ভট্টাচার্য, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ, যুব ঐক্যপরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক শিমুল সাহা প্রমুখ।

বক্তরা বলেন, মার্চ মাসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ারের সঙ্গে আমাদের কথা হয়েছে। দাবি-দাওয়া নিয়ে অতীতে সংখ্যালঘুদের মুখে আপনারা (আওয়ামী লীগ) চকলেট গুঁজে দিয়েছেন। চকলেট চুষতে চুষতে বলেছি, আমরা দেশটাকে গণতান্ত্রিক ধারায় এগিয়ে নিয়ে যাবো। চকলেট খেয়ে আমরা আর সামনে এগুতে পারবো না। ৭ দফা দাবি বাস্তবায়নে আপনারা যে অঙ্গীকার করেছেন, প্রকৃত অর্থে তা বাস্তবায়ন করবেন কি না পরিস্কারভাবে বলতে হবে।

ধর্ম

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close