• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

১৫ হাজার কেজি ভারতীয় চিনিসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব

প্রকাশ:  ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩০
নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জে সদর উপজেলায় ১৪ হাজার ৮৫০ কেজি ভারতীয় চিনিসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব।

সম্পর্কিত খবর

    বুধবার (৬ সেপ্টেম্বর) সদর উপজেলার মহিনন্দ ভদ্রপাড়ার চানমারি মোড়ের নীলগঞ্জের পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।

    বুধবার বিকেলে র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পে স্কোয়াড্রন লিডার কোম্পানি অধিনায়ক মো. আশরাফুল কবির প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

    আটকরা হলেন- জেলার তাড়াইল উপজেলার মো. বায়োজিদ খান (৪৮), সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের ঝালুপাড়া গ্রামের মো. জাহাঙ্গীর (২৭) ও পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মাইজহাটি গ্রামের মো. আশরাফ (৫৫)।

    র‌্যাব জানায়, এই চোরাকারবারি চক্র সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় চিনি নেত্রকোনা জেলার সীমান্ত থেকে কিশোরগঞ্জে নিয়ে আসছিলো। অভিযান চালিয়ে ১টি ট্রাকে এসব ট্রাকে চিনির বস্তা পাওয়া যায়।

    র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা দীর্ঘদিন ধরে নেত্রকোনা জেলার সীমান্ত থেকে অবৈধভাবে ভারতীয় চিনি এনে দেশের বিভিন্নস্থানে বিক্রি করছিলেন।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close