• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

লক্ষ্মীপুরে ডেঙ্গু প্রতিরোধে মশারী ও কয়েল বিতরণ

প্রকাশ:  ০৭ সেপ্টেম্বর ২০২৩, ২২:২১
লক্ষ্মীপুর প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে লক্ষ্মীপুরে সচেতনতামূলক লিফলেট, মশারী ও মশার কয়েল বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে নিম্ন আয়ের মানুষের মধ্যে মশারি ও কয়েল বিতরণ করেন জেলা যুবলীগের সাবেক যুগ্ন-আহবায়ক বায়েজীদ ভূঁইয়া।

আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের বাজার প্রধান সড়ক, মুক্তিযোদ্ধা মার্কেট, চকবাজার এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়। এসময় প্রতিটি দোকানে সচেতনতামূলক লিফলেট, রিক্সা চালক, পথচারী সহ প্রত্যেককে এক প্যাকেট করে মশার কয়েল ও মশারী তাদের হাতে তুলে দেয় যুবলীগ নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন রুমি পাটওয়ারী, কার্যকরী সদস্য সোহাগ পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোনায়েম হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গোফরান বাবু, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তারেক মাহমুদ ও যুবলীগ নেতা দিপু মাহমুদসহ প্রমুখ।

জানতে চাইলে যুবলীগ নেতা বায়েজীদ ভূঁইয়া বলেন, সরকারের প্রচেষ্টার পাশাপাশি আমাদের প্রত্যেককে নিজ নিজ আঙ্গিনা ও আবাসস্থল পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করতে হবে। এতে করে স্বল্প সময়ের জন্য হলেও ডেঙ্গু থেকে আমরা মুক্তি পাব। মশক দমনে একমাত্র উপায় হচ্ছে আমাদের সচেতনতা। আমরা নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে এ সমস্যা সমাধান সম্ভব হবে। কেন্দ্রীয় যুবলীগের সকল কর্মসূচিতে মাঠে থাকবে লক্ষ্মীপুর জেলা যুবলীগ।

ডেঙ্গু

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close