• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ব্যবসায়ী নুরুল হত্যায় তিনজনের যাবজ্জীবন

প্রকাশ:  ২০ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪৩
চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার টেক্সটাইল এলাকায় ব্যবসায়ী সৈয়দ নুরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- শামীম প্রকাশ টেবলেট, মো. মাসুদ ও মো. দেলোয়ার প্রকাশ আনোয়ার।

আদালতের বেঞ্চ সহকারী নেছার আহম্মেদ বলেন, হত্যা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় শামীম প্রকাশ টেবলেট আদালতে উপস্থিত ছিলেন। তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামি মো. মাসুদ ও মো. দেলোয়ার প্রকাশ আনোয়ার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

জানা যায়, ২০০৭ সালের ২১ আগস্ট নগরের মির্জাপুর এলাকায় দোকান বন্ধ করে যাচ্ছিলেন ব্যবসায়ী সৈয়দ নুরুল ইসলাম। যাওয়ার পথে নগরের বায়েজিদ বোস্তামী থানার টেক্সটাইল গেইট এলাকায় ওই তিন জন নুরুল ইসলামের রিকশার গতিরোধ করে। রিকশাচালক জুয়েলকে ধাক্বা দিয়ে ফেলে দেন। এ সময় নুরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে বুকে আঘাত করে।

পরে রিকশাচালক ও পথচারীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার ১০ মিনিট পরে নুরুল ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই সৈয়দ নজরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দিলে ২০০৮ সালের ২৩ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

পূর্বপশ্চিমবিডি/এসএম

চট্টগ্রাম,যাবজ্জীবন,নুরুল হত্যা,ব্যবসায়ী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close